• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি || Islamic Education and Culture

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব সোহেল সরকারিভাবে বিভিন্ন দেশে পরিভ্রমণ করেন। তিনি শহরে একখণ্ড জমি ক্রয় করে সেখানে বাড়ি বানানোর চিন্তা করলেন। বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালু ও সুরকির প্রথম মিশ্রণের সাথে সোনা রূপা ও তাবিজ ভর্তি পুটলি রেখে বললেন, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে সুরক্ষা দেবে। সোহেলের স্ত্রী তাকে এরূপ কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

সোহেল সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর।

ইসলামের দৃষ্টিতে সোহেল সাহেবের কাজটি তাওহীদের পরিপন্থি। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। এর মূল কথা হলো আল্লাহ এ মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয়। তাঁর সাথে তুলনীয় কেউ নেই। আল্লাহ তায়ালা বলেন, 'কোনো কিছু তাঁর সদৃশ নয়।' (সুরা আশ শূরা: আয়াত-১১) মহান আল্লাহর এ সত্তার সাথে অন্য কারও তুলনা করাই হলো শিরক যা উদ্দীপকের সোহেলের কাজে পরিলক্ষিত হয় ।

সোহেল সাহেব বাড়ি নির্মাণের সময় একটি তাবিজের পুটলি রাখেন। এ তাবিজটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িকে রক্ষা করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস রাখেন। অর্থাৎ তিনি তাবিজের ওপর ভরসা করেন, যেটি ইসলামের দৃষ্টিতে শিরকের অন্তর্ভুক্ত যা তাওহিদের সম্পূর্ণ বিপরীত। কারণ তাওহিদে বিশ্বাসীরা আল্লাহর একক ক্ষমতা ও কর্তৃত্বের ওপর বিশ্বাস রাখেন। তারা আল্লাহকে একমাত্র রক্ষাকর্তা হিসেবে মেনে নেন। সুতরাং এটা প্রতীয়মান হয় যে, সাইফুল সাহেবের কাজটি তাওহিদের পরিপন্থি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()