• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি || Islamic Education and Culture

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব সোহেল সরকারিভাবে বিভিন্ন দেশে পরিভ্রমণ করেন। তিনি শহরে একখণ্ড জমি ক্রয় করে সেখানে বাড়ি বানানোর চিন্তা করলেন। বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালু ও সুরকির প্রথম মিশ্রণের সাথে সোনা রূপা ও তাবিজ ভর্তি পুটলি রেখে বললেন, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে সুরক্ষা দেবে। সোহেলের স্ত্রী তাকে এরূপ কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

সোহেল সাহেবের স্ত্রীর এরূপ কর্মকাণ্ড পরিহারের কারণ কী? মতামত দাও।

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তাবিজ ব্যবহার করা শিরকের অন্তর্ভুক্ত হওয়ায় সোহেল সাহেবের স্ত্রী উক্ত কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

শিরক শব্দের অর্থ 'অংশীদার সাব্যস্ত করা। বিপদ-আপদে আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছুর ওপর ভরসা করা, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা, অন্য কিছুকে মঙ্গল-অমঙ্গলের ধারক-বাহক মনে করাই শিরক। উদ্দীপকে উল্লেখিত সোহেল সাহেবের কর্মকাণ্ড এ বিষয়টিকেই নির্দেশ করে ৷

উদ্দীপকে দেখা যায়, জনাব সোহেল শহরে একখণ্ড জমি ক্রয় করে সেখানে বাড়ি বানানোর সময় ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে রক্ষা করতে সিমেন্ট, বালু ও সুরকির মিশ্রণের সাথে সোনা, রূপা ও তাবিজ ভর্তি পুটলি রেখে দেন, যা শিরকের অন্তর্ভুক্ত। কেননা যেকোনো রকমের দুর্যোগ থেকে রক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এই আকিদাহর বিপরীত আকিদা পোষণ করাই শিরক। আর শিরক অত্যন্ত জঘন্যতম অপরাধ। আল্লাহ তায়ালা শিরকের গুনাহ ব্যতীত সকল ধরনের অপরাধ বা গুনাহকে ক্ষমা করবেন। শিরককারীদের পরকালীন পরিণাম অত্যন্ত ভয়াবহ। আর শিরকের কথা ভেবেই সোহেল সাহেবের স্ত্রী তাকে উক্ত কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

পরিশেষে বলা যায় যে, শিরককে পরিহার করে সকল বিপদ-আপদে শুধু আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল করতে হবে। কেননা বিপদ মুছিবতে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()