• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য

রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। উভয়ের মধ্যে উৎপত্তি, লক্ষ্য বা উদ্দেশ্য এবং কর্মসূচির পার্থক্য লক্ষ করা যায়। যেমন-

১. জাতীয় কল্যাণ: রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে। তাই রাজনৈতিক দলকে জাতির বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হয়। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থের কথাই ভাবে।

২. লক্ষ্য ও উদ্দেশ্যগত পার্থক্য: রাজনৈতিক দলের লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।

৩. কাজকর্মের পদ্ধতি: রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। ক্ষমতায় অধিষ্ঠিত থাকা রাজনৈতিক দল আর ক্ষমতার বাইরে থাকা বিরোধী দল যাই হোক না কেন রাজনৈতিক দল প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে এবং জনমত গঠনে তৎপর থাকে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকাশ্যে সেরকম কোনো তৎপরতা থাকে না।

৪. সাংগঠনিক পার্থক্য: সাংগঠনিক দিক থেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল। রাজনৈতিক দল তাদের আদর্শ বাস্তবায়নে সব সময় কম-বেশি সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে তা লক্ষ করা যায় না।

৫. নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তা করে না। নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সে সুযোগ থাকে না।

৬. প্রকৃতিগত পার্থক্য: রাজনৈতিক দল গঠিত হয় বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও পেশার লোকজন নিয়ে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত হয় সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের নিয়ে।

৭. কর্মপরিধি: রাজনৈতিক দলের কর্মপরিধি ব্যাপক ও তা প্রত্যক্ষভাবে পরিচালিত হয়। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কর্মকাণ্ড সীমিত। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলসমূহ সারাবছরই কম-বেশি তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু চাপ সৃষ্টিকারী দল তাদের স্বার্থে মাঝে মাঝে তাদের তৎপরতা চালায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ