• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পরিসংখ্যান, চলক ও প্রতীক

পরিসংখ্যানিক তথ্য সমজাতীয় ও তুলনাযোগ্য হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।

বিচ্ছিন্ন, সম্পর্কহীন বা তুলনাযোগ্য নয় এমন তথ্যকে পরিসংখ্যান বলা যাবে না। তথ্যাবলি পরস্পর সম্পর্কযুক্ত ও একই জাতীয় হলে তাকে পরিসংখ্যান হিসেবে গণ্য করা হবে।

উদাহরণস্বরূপ-কোনো একটি বিশেষ শ্রেণির ছাত্রদের উচ্চতা ও তাদের বয়স সম্পর্কযুক্ত। কিন্তু একটি শ্রেণির ছাত্রদের উচ্চতা অন্য শ্রেণির ছাত্রদের বয়স কোনো ক্রমেই সম্পর্কযুক্ত নয় তাই তাদের পরিসংখ্যান বলা যায় না।

আবার তিন ভাই বোনের মধ্যে শুভ্রর ওজন, নির্ঝরের উচ্চতা এবং সারথির বয়সকে কখনো পরিসংখ্যান বলা যায় না কারণ এগুলো সমজাতীয় ও তুলনাযোগ্য নয়। অপরদিকে শুভ্র, নির্ঝর, সারথির বয়স যথাক্রমে 3, 5, 7 বছর হলে তাদের বয়সের তথ্যকে পরিসংখ্যান বলা যাবে। কারণ এগুলো সমজাতীয় ও তুলনাযোগ্য।

সম্পর্কিত প্রশ্ন সমূহ