- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
পরিসংখ্যান, চলক ও প্রতীক
'মেধা' কোন ধরনের পরিমাপন স্কেল দ্বারা পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।
মেধা শ্রেণিসূচক পরিমাপন স্কেল দ্বারা পরিমাপ করা হয়।
আমরা জানি, যে পরিমাপন স্কেলের সাহায্যে কোনো তথ্যের এককগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্যের মাত্রা পরিমাপ করা যায় এবং শূন্যকে' পরম শূন্য ধরা হয় না তাকে শ্রেণি সূচক পরিমাপন স্কেল বলে। এক্ষেত্রে মেধাকে IQ দ্বারা পরিমাপ করা হয় যেখানে শ্রেণিসূচক পরিমাপন স্কেল ব্যবহার হয়। কারণ কারও IQ শূন্য দ্বারা তার মেধা নেই বোঝায় না। অর্থাৎ শূন্য পরম শূন্য নয়।
পরবর্তী
সম্পর্কিত প্রশ্ন সমূহ