• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • কপিলদাস মুর্মুর শেষ কাজ [গদ্য]
কপিলদাস মুর্মুর শেষ কাজ [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কপিলদাস মুর্মুর শেষ কাজ [গদ্য]

কপিলদাস মুর্মুর শেষ কাজ (বহুনির্বাচনি প্রশ্ন)

১. "ধর বুঢ়াটাকে, ধরে কাঢ়ে লে ধেনুকখান"-কার উক্তি?
ক. দীনদাসের
খ. মহিন্দরের
গ. সলিমউদ্দিনের
ঘ. বিনোদ মিস্ত্রির

২. "ওদিকে গোপীনাথ কিছুই বলে না"-এর কারণ হলো গোপীনাথের-
i. স্বার্থপরতা
ii. কাপুরুষতা
iii. স্বাজাত্যবোধহীনতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন। ভূমিহীনতা সূত্রে মাহমুদা ও অন্যান্যরা সরকারের কাছ থেকে খাস জমি বন্দোবস্ত নিতে চান। কিন্তু স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চান। 'হয় জমি নয় জীবন'- এই প্রত্যয় বুকে নিয়ে মাহমুদারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলেন।

৩. উদ্দীপকের মাহমুদা কপিলদাস মুর্মুর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ তার-
i. সাহসিকতা
ii. সংগ্রামশীলতা
iii. অধিকার সচেতনতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. সাদৃশ্যপূর্ণ দিকটির চূড়ান্ত রূপ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কোন বাক্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে?
ক. সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো।
খ. ম্যানুয়েল পাদ্রিকে টাঙনের জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল।
গ. মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের বিলিয়ে দিলি।
ঘ. বুড়ো দু-হাতে তীর-ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ