• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • সুখী মানুষ (গদ্য)
সুখী মানুষ (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সুখী মানুষ (গদ্য)

সুখী মানুষ (বহুনির্বাচনি প্রশ্ন)

১. 'সুখী মানুষ' নাটিকার দৃশ্য সংখ্যা কত?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

২। 'সুখী মানুষ' নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
ক. পাঁচ
খ. ছয়
গ. সাত
ঘ. আট

৩। 'মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না'-এ কথার অর্থ কী?
ক. মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত
খ. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে
গ. নির্লোভ হলে সুস্থ থাকা যায়
ঘ. কৃপণতাই ধনীদের মূল অসুখ

৪. 'সম্পদই অশান্তির মূল কারণ'-এ উক্তির ভাবগত সংগতি আছে কোনটির সঙ্গে?
ক. অপচয় কর না, অভাবে পড় না।
খ. লাভের ধন পিঁপড়ায় খায়।
গ. লোভে পাপ, পাপে মৃত্যু।
ঘ. অতি লোভে তাঁতি নষ্ট।

উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

একজন লোকের অনন্ত ক্ষুধা। সে যা পায় তাই খায়। রেশনের চাল, গম, রিলিফের লোটাবাটি কম্বল। খায় পাথর পর্যন্ত। বদহজম না হয়ে যায় কোথায়? ভারমুক্ত হবার জন্য ছটফট করছে। কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বদ প্রভাব যে তার ওপর। পেট কাটা ছাড়া উপায় নেই। আৎকে ওঠে লোকটি।

৫. লোকটিকে কার সাথে তুলনা করা যায়?
ক. রহমানের
খ. মোড়লের
গ. হাসর
ঘ. কবিরাজের

৬. তুলনাটা এ কারণে যে তারা উভয়ই-
i. পরধন অপহরণকারী
ii. নৈতিক আদর্শ বিবর্জিত
iii. নির্দয় ও মানবপ্রেম শূন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ