- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বঙ্গভূমির প্রতি (কবিতা)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বঙ্গভূমির প্রতি (কবিতা)
বঙ্গভূমির প্রতি (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'মক্ষিকা'র সমার্থক শব্দ কোনটি?
ক. মৌমাছি
খ. মাছি
গ. বোলতা
ঘ. ফড়িং
২. নরকূলে ধন্য কে?
ক. ক্ষমতাবান ব্যক্তি
খ. দীর্ঘজীবী মানুষ
গ. যিনি কীর্তিমান
ঘ. মন্দিরের সেবক
নিচের কবিতাংশ পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
খ. বাংলার হাওয়া বাংলার জল
হৃদয় আমার করে সুশীতল।
৩. কবিতাংশে 'বঙ্গভূমির প্রতি' কবিতার কোন চৱণটির ভাব প্রকাশ পেয়েছে?
ক. অমর করিয়া বর, দেহ দাসে, সুবরদে।
খ. রেখো মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
গ. চিরস্থির করে নীর, হায় রে, জীবন-নদে?
ঘ. তবে যদি দয়া কর, ভুল দোষ, গুণ ধর
৪. 'বঙ্গভূমির প্রতি' কবিতাটির মতো (খ) কবিতাংশেও প্রকাশ পেয়েছে-
i. স্বদেশের প্রতি অনুরাগ
ii. স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ
iii. প্রশান্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

