• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • আবার আসিব ফিরে (কবিতা)
আবার আসিব ফিরে (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আবার আসিব ফিরে (কবিতা)

আবার আসিব ফিরে (বহুনির্বাচনি প্রশ্ন)

১. ধানসিঁড়ি কিসের নাম?
ক. নদীর
খ. শহরের
গ. ধানের
ঘ. গ্রামের

২. 'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. ধূসর পাণ্ডুলিপি
খ. রূপসী বাংলা
গ. ঝরাপালক
ঘ. বনলতা সেন

৩. 'সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে'-এখানে সারাদিন কেটে যাবে কার?
ক. হাঁসের
খ. কিশোরীর
গ. কাকের
ঘ. কবির

কবিতাংশটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

'গোধূলি লগনে জগদীশে স্মরণে
বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের ক্রোড়ে।'

৪. উদ্দীপকে 'আবার আসিব ফিরে' কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. স্বদেশচেতনা
খ. মৃত্যুচেতনা
গ. প্রকৃতিচেতনা
ঘ ধর্মচেতনা

৫. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ