• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • নদীর স্বপ্ন (কবিতা)
নদীর স্বপ্ন (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

নদীর স্বপ্ন (কবিতা)

নদীর স্বপ্ন (বহুনির্বাচনি প্রশ্ন)

১. কোথায় চলেছো? এদিকে এসো না।
দুটো কথা শোনো দিকি,
চরণ দুটিতে প্রকাশ পেয়েছে-
ক. আদেশ
খ. নির্দেশ
গ. অনুরোধ
ঘ. অনুনয়

উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কিশোর মোরা উষার আলো, আমরা হাওয়া দুরন্ত, মনটি চির বাঁধন হারা, পাখির মতো উড়ন্ত।

২. উদ্দীপকের দ্বিতীয় চরণের অর্থের সাথে নিচের কোন চরণের অর্থের মিল পাওয়া যায়?
ক. পায়ে পড়ি, মাঝি সাথে নিয়ে চলো, মোরে আর ছোকানুরে
খ. ছোকানু রে, তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা
গ. শুনতে শুনতে আমিও ঘুমোই বিছানা বালিশ বিনা
ঘ. এই ফাঁকে মোরে-আর ছোকানুরে, নৌকোয় নাও তুলে

৩. উক্ত পঙক্তি দুটিতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা হচ্ছে-
i. কিশোর মনের উচ্ছ্বাস
ii. ভাই ও বোনের সত্যিকার মর্যাদা
iii. কল্পনার অবাধ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii
ঘ. i ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ