• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • জাগো তবে অরণ্য কন্যারা (কবিতা)
জাগো তবে অরণ্য কন্যারা (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাগো তবে অরণ্য কন্যারা (কবিতা)

জাগো তবে অরণ্য কন্যারা - সুফিয়া কামাল

জাগো তবে অরণ্য কন্যারা

সুফিয়া কামাল

মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর
চারিদিকে শুনি হাহাকার।
ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে আর গান
ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ স্নান।

মাটি অরণ্যের পানে চায়
সেখানে ফরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়।
জাগো তবে অরণ্য কন্যারা। জাগো আজি,
মর্মরে মর্মরে ওঠে বাজি

বৃক্ষের বক্ষের বহিজ্বালা
মেলি লেলিহান শিখা তোমরা জাগিয়া ওঠো বালা!
কঙ্কণে তুলিয়া হুন্দ তান
জাগাও মুমূর্ষু ধরা-প্রাণ

ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি
আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি
তিমির প্রহর তরি অতন্দ্র নরন, তার তরে
ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে।

[অংশবিশেষ)​

পূর্ববর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ