• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • জাগো তবে অরণ্য কন্যারা (কবিতা)
জাগো তবে অরণ্য কন্যারা (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাগো তবে অরণ্য কন্যারা (কবিতা)

জাগো তবে অরণ্য কন্যারা (বহুনির্বাচনি প্রশ্ন)

১. মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
ক. সাধারণ মানুষের
খ. সুফিয়া কামালের
গ. অরণ্যের
ঘ. পাখির

২. কৰি কেন ব্যথিত হন?
ক. ফুল-ফল না থাকায়
খ. মৌসুমি গান না শোনায়
গ. অরণ্য-নিধন লক্ষ করে
ঘ. বৃক্ষের বহ্নিজ্বালা দেখে

৩. কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহবান জানিয়েছেন কেন?
ক. পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য
খ. মানুষের অস্তিত্ব রক্ষার জন্য
গ. ভালোভাবে বেঁচে থাকার জন্য 
ঘ. মৌসুমি ফুল দেখার জন্য

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

পৃথিবীর জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে। এ বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা-ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজ খাঁ এবং আমিনা বেগম বৃক্ষমেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকার শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন।

৪. উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার কোন অবস্থাকে নির্দেশ করে?
ক. ফুল-ফলশূন্য পৃথিবী
গ. নির্বিচারে বৃক্ষ নিধন
খ. বৃক্ষ-শূন্য পৃথিবী
ঘ. বৃক্ষের সমারোহ সৃষ্টি

৫. এ অবস্থা থেকে মুক্তির জন্য 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলো-
i. লাগাও গাছ, বাঁচাও দেশ
ii. বৃক্ষ মাটির মুক্তিদাতা
iii. চারিদিকে সবুজের সমারোহ সৃষ্টি হোক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ

জাগো তবে অরণ্য কন্যারা (বহুনির্বাচনি প্রশ্ন) | সাহিত্য-কণিকা - Preparation BD | Preparation