শিক্ষা

বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার

২১ অক্টোবর ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (BBCFEC) উদ্বোধন করেন। এই প্রদর্শনীকেন্দ্রটি বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

আর এখন থেকে এখানেই স্থায়ী প্ল্যাটফর্মে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF) অনুষ্ঠিত হবে।চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরাের (EPB) মালিকানায় ঢাকার পূর্বাচলে ২০ একর জায়গার ওপর BBCEEC নির্মিত হয়।

এই বিভাগ থেকে আরো পড়ুন

১৭ অক্টোবর ২০১৭ ঢাকার পূর্বাচলে এটির নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হয় ৩০ নভেম্বর ২০২০। ৭ ফেব্রুয়ারি ২০২১ চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপােরেশন BBCFEC-কে সরকারের কাছে হস্তান্তর করে। BBCFEC নির্মাণে ব্যয় হয় ৭৭৩ কোটি টাকা। BBCFEC’র পূর্ণরূপ Bangabandhu Bangladesh China Friendship Exhibition Center.

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button