শিক্ষা

বৃহত্তম পােশাক কারখানা বন্ধ

রপ্তানিমুখী তৈরি পােশাক খাতের অন্যতম সফল উদ্যোক্তা আনিসুর রহমান সিনহা ১৯৮৪ সালে পােশাক কারখানা স্থাপন করেন। তার নিজ হাতে গড়ে তােলা প্রতিষ্ঠান ওপে অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ এক সময় ছিল দেশের শীর্ষ পােশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান।

ঢাকা থেকে ২০ কিলােমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে বস্ত্র ও পােশাক উৎপাদনের বড় একটি কমপ্লেক্স গড়ে তােলেন। সেখানে শার্ট, সােয়েটার, ডেনিম, নিট পােশাক ইত্যাদি তৈরি হতাে। ৪৩ একর জমির ওপর গড়ে ওঠা এ কমপ্লেক্স এশিয়ার অন্যতম বৃহৎ বস্ত্র ও পােশাক কমপ্লেক্স হিসেবেও স্বীকৃতি পায়। প্রতিষ্ঠানটিতে ৪৫ হাজার শ্রমিক কাজ করত।

এই বিভাগ থেকে আরো পড়ুন

রপ্তানি হতাে হাজার কোটি টাকার পােশাক। তবে তা এখন কেবলই অতীত। ১৮ অক্টোবর ২০২১ আনুষ্ঠানিকভাবে কাঁচপুরের সবগুলাে কারখানা বন্ধের ঘােষণা দেয় ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ কর্তৃপক্ষ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button