- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৯তম বিসিএস (বিশেষ- স্বাস্থ্য ক্যাডার) প্রিলিমিনারি পরীক্ষা ২০১৮
- বিসিএস ২০১৮
- বাংলাদেশ
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগসমূহ থেকে বিচারবিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। আর ২১, ২৩ ও ২৪ নং অনুচ্ছেদে যথাক্রমে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতির কথা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
সতীন সরকার
সৈয়দ আলী আহসান
সৈয়দ শামসুল হক
শামসুর রহমান
শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন?
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
Planet 50-50
এমডিজি এ্যাওয়ার্ড-২০১০
জাতিসংঘ শান্তি পুরস্কার
প্রতাপ আদিত্য কে ছিলেন?
বাংলার বারো ভূইঞাদের একজন
রাজপুত রাজা
বাংলার শাসক
মোগল সেনাপতি
বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
৭.৮০ শতাংশ
৭.২৮ শতাংশ
৮.০০ শতাংশ
৭.৬৫ শতাংশ
প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
মন্ত্রী
সচিব
বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
১৪.১৯ শতাংশ
১২ শতাংশ
১৬ শতাংশ
১৮ শতাংশ
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
হিলারি ক্লীন্টন
থেরেসা মে
এঞ্জেলা মার্কেল
শেখ হাসিনা

