- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৯তম বিসিএস (বিশেষ- স্বাস্থ্য ক্যাডার) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান [০৩.০৮.২০১৮]
- বিসিএস ২০১৮
- বাংলা
Back
কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
ক.
আনন
খ.
আষাঢ়
গ.
আঘাটা
ঘ.
আয়না
উত্তর : ক.
আনন
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ ২১টি এবং তৎসম উপসর্গ ২০টি। আ, সু, বি, নি-এ চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে রয়েছে। 'আনন' শব্দটি সংস্কৃত 'আ' উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো আ+ √অনু + অন = আনন। 'আঘাটা' শব্দটি বাংলা 'আ' উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো: আ+ ঘাট আঘাট > আঘাটা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
ক.
বিশেষ্য ও ক্রিয়া
খ.
বিশেষণ ও ক্রিয়া
গ.
বিশেষ্য ও বিশেষণ পদে
ঘ.
ক্রিয়া ও সর্বনাম
'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
ক.
অনন্বয়ী অব্যয়
খ.
পদান্বয়ী অব্যয়
গ.
অনুকার অব্যয়
ঘ.
অনুসর্গ অব্যয়