- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৪৯তম বিসিএস (বিশেষ- শিক্ষা ক্যাডার) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান [১০.১০.২০২৫]
- বিসিএস ২০২৫
- গণিত
সম্পর্কিত প্রশ্ন সমূহ
একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?
৮
৪
২
ax + by = a2; bx - ay = ab; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?
(a2, b2)
(-a, b)
(0, a)
(a, 0)
PQR ত্রিভুজের ∠Q = 90° এবং ∠P = 2∠R হলে নিচের কোনটি সঠিক?
PQ = 2PR
PR = 2PQ
QR = 2PQ
PR = 2QR
যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত?
{}
{a, b}
{0}
{-a, -b}
১৫ মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে ১০ কেজি ওজন বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের ৩:২ অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে?
৪৫
৩০
১৫
৫
একটা বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?
৫
৬
৭
৮
একটি বই ১০% ক্ষতিতে বিক্রি করা হল। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত টাকা?
২০০
৩০০
৪০০
৫০০
১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে?
৫
২৫
১
১০
x² + 6x - 27 = 0 অসমীকরণের সমাধান সেট নিচের কোনটি?
{-9, 3}
{3, ∞}
{-9, 3}
{0, -9}