- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- মানসিক দক্ষতা
Back
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
ক.
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
খ.
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
গ.
খুবই হতাশাবোধ করবেন
ঘ.
বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
উত্তর : ক.
ভেরিফাইডসংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
পারিবারিক সমস্যা একান্তই পারিবারিক। হতাশা, দুঃখ, ক্ষোভ বা বন্ধুদের সাথে আলোচনা করে এর সমাধান সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধানের জন্য সংসারের প্রতি গভীর মনোযোগী হওয়াই বাঞ্ছনীয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
ক.
ক এর মামা চ
খ.
ক এর খালু চ
গ.
চ এর নানা ক
ঘ.
ক এর চাচা চ
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হ'ল?
ক.
৯
খ.
১০
গ.
১১
ঘ.
১২

