- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৬তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৬
- বিসিএস ২০১৬
- বাংলা
Back
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে?
ক.
কল্যাণ
খ.
প্রবণ
গ.
নিক্কণ
ঘ.
বিপণি
উত্তর : খ.
ভেরিফাইডপ্রবণ
'কল্যাণ', 'নিক্কণ' ও 'বিপণি'-শব্দগুলো 'ণ'-এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র, পরি, নির এ তিনটি উপসর্গের পর 'প'-বর্গের ৫টি (প, ফ, ব, ভ, ম) বর্ণ থাকলে তারপরে 'ন' ধ্বনি থাকলে তা মূর্ধন্য 'ণ' হয়। যেমন: প্রবণ, প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-
ক.
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ.
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ.
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ.
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না

