- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৫তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৫
- বিসিএস ২০১৫
- বাংলা
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
যোগ্যতা
আকাঙ্ক্ষা
আসক্তি
আসত্তি
আসক্তি
একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা:১. আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলে। ২. আসত্তি: বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা: বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
দ্বীপ + আয়ন
দ্বীপ + অয়ন
দ্বিপ + অনট
দ্বীপ + অনট
বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
সমাস দ্বারা
লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ যোগে
ক, খ ও গ তিন উপায়েই হয়
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ভোক্তার কল্যাণ
ভোগ্যপণ্য
ক্রয়কৃত পণ্য
ক্রেতার গুণাগুণ
কোন বাক্যটি শুদ্ধ?
দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

