- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩২তম বিসিএস (বিশেষ- মুক্তিযোদ্ধ, মহিলা ও উপজাতি) প্রিলিমিনারি পরীক্ষা ২০১২
- বিসিএস ২০১২
- বাংলা
কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
পরাকাষ্ঠা
অভিব্যক্তি
পরিশ্রান্ত
অনাবৃষ্টি
অনাবৃষ্টি
বাংলা ব্যাকরণে খাঁটি বাংলা উপসর্গ একুশটি। এগুলো হলো-অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু ও হা। সংস্কৃত উপসর্গ ২০টি। এর মধ্যে আ, সু, বি, নি এই চারটি বাংলা ও সংস্কৃত উভয় উপসর্গে আছে। অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, পরাকাষ্ঠা পরা কাষ্ঠা; অভিব্যক্তি অভি+ ব্যক্তি; পরিশ্রান্ত পরিশ্রান্ত; অনাবৃষ্টি অনা বৃষ্টি। ,,অপশনের শব্দ তিনিটি সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত। কিন্তু অপশনে প্রদত্ত 'অনাবৃষ্টি' শব্দটি বাংলা 'অনা' উপসর্গযোগে গঠিত। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অর্ধচেতন
অবচেতন
চেতনাহীন
চেতনাপ্রবাহ

