শিক্ষা

বাংলাদেশের চলচ্চিত্র

  1. বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
    উত্তর: মুখ ও মুখােশ, পরিচালক আবদুল জব্বার খান
  2. বাংলা টপ্পা গানের প্রবর্তক কে?
    উত্তর: নিধুবাবু, আসল নাম রামনিধি গুপ্ত
  3. বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে।
  4. শিল্পকলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৭৪ সালে।
  5. শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?
    উত্তর: ১ জুলাই, ১৯৭৭ সালে।
  6. এশিয়াটিক সােসাইটি থেকে প্রকাশিত বিশ্বকোষের নাম কী?
    উত্তর: বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত), এটি বর্তমানে ১৪ খণ্ডে সম্প্রসারিত। সম্পাদক: অধ্যাপক সিরাজুল ইসলাম
  7. উপমহাদেশে সর্বপ্রথম চলচ্চিত্র কখন নির্মিত হয়?
    উত্তর: ১৮৯৫ সালে।
  8. উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
    উত্তর: হীরালাল সেন
  9. বাংলাদেশে চলচ্চিত্রের জনক কে?
    উত্তর: আবদুল জব্বার খান
  10. উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
    উত্তর: জামাই ষষ্ঠী
  11. বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে?
    উত্তর: জহির রায়হান
  12. ‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রের নির্মাতা কে?
    উত্তর: জহির রায়হান
  13. ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
    উত্তর: আলমগীর কবির
  14. ‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রের নির্মাতা কে?
    উত্তর: তানভীর মোকাম্মেল
  15. ‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
    উত্তর: হুমায়ূন আহমেদ
  16. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের পরিচালক কে?
    উত্তর: তারেক মাসুদ
  17. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটি কার পরিচালনায় তৈরি হয়?
    উত্তর: জহির রায়হান
  18. বিএফডিসি (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন) প্রতিষ্ঠিত হয় কবে?
    উত্তর: ১৯৫৮ সালে।
  19. স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর নির্মাতা কে?
    উত্তর: মোর্শেদুল ইসলাম
  20. স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’ এর পরিচালক কে?
    উত্তর: তানভীর মোকাম্মেল
  21. শিক্ষামূলক কার্টুন সিরিজ মীনার স্রষ্টা কে?
    উত্তর: মোস্তফা মনোয়ার
  22. ‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রের পরিচালক কে?
    উত্তর: জহির রায়হান
  23. অস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি?
    উত্তর: মাটির ময়না

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button