মানুষের দেহে মোট কতটি হাড় থাকে?

সকল প্রশ্নCategory: সাধারণ জ্ঞানমানুষের দেহে মোট কতটি হাড় থাকে?
1 Answers
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট ২০৬টি হাড় থাকে। শিশুদের জন্মের সময় হাড়ের সংখ্যা বেশি (প্রায় ৩০০টি), তবে কিছু হাড় একত্রিত হয়ে পরবর্তীতে ২০৬টি হয়। মানুষের দেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার (উরুর হাড়) এবং সবচেয়ে ছোট হাড় হলো স্ট্যাপিস (কানে অবস্থিত)।
Back to top button