শিক্ষা

ষাট গম্বুজ মসজিদের গম্বুজ কিন্তু ৬০টি নয়!

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনাে শিলালিপি নেই। তাই কোন সময়ে এটি নির্মাণ করা হয় সে সম্বন্ধে সঠিক কোনাে তথ্য পাওয়া যায় না।

তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেন সে সম্বন্ধে কোনাে সন্দেহের অবকাশ থাকে না। ধারণা করা হয়, তিনি। ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়।

যদিও এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃত পক্ষে চতুস্কোণের বুরর্মজের ওপর চারটি গম্বুজসহ এতে মােট ৭৪টি গম্বুজ আছে এবং মধ্যের সারির বাংলা চালের অনুরূপ ৭টি চৌচালা গম্বুজসহ মােট ৮১টি গম্বুজ রয়েছে।

বিশেষভাবে লক্ষণীয় যে, এর প্রার্থনা কক্ষের চৌচালা ছাদ ও গম্বুজগুলি ইট ও পাথরের ষাটটি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের ওপর নির্মিত। বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি এটি মূলত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ সালে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button