শিক্ষা

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন বিসিএস প্রস্তুতিসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। আপনাদের সুবিধার্থে নিচে পিডিএফ ফাইলও দেওয়া হলো।

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : ১৫ জুন ২০২১ কোথায় নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে?
উত্তর : জকিগঞ্জ , সিলেট (২৮তম)।

প্রশ্ন : দেশে ষষ্ঠ টিকা হিসেবে জনসনের | টিকার অনুমোদন দেওয়া হয় কবে?
উত্তর : ১৫ জুন ২০২১।

প্রশ্ন : বাংলাদেশ প্রথমবারের মতাে ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২৫ মেয়াদে নির্বাচিত হয়
উত্তর : ১-৪ জুন ২০২১ অনুষ্ঠিত কনভেনশনের ৮ম সাধারণ সভায় ।

প্রশ্ন : সম্প্রতি পাট থেকে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কী?
উত্তর : হোমিকরসিন।

প্রশ্ন : ২১ জুন ২০২১ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক কোন দুটি গ্রামকে মৎস্য গ্রাম’ ঘোষণা করা হয়?
উত্তর : দক্ষিণ বিশিউড়া (নেত্রকোনা), হাইসার (শরীয়তপুর)।

প্রশ্ন : সম্প্রতি IMFর কাছে ঋণী কোন দেশের ঋণ পরিশােধের দায়িত্ব নেয় বাংলাদেশ?
উত্তর : সুদান (৬৫ কোটি টাকা)।

প্রশ্ন : সম্প্রতি গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।

প্রশ্ন : সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সন্ধান পাওয়া নতুন প্রজাতির ব্যাঙের নাম কী?
উত্তর : সিলেটের লাল চোখ ব্যাঙ (ইংরেজি নাম- Sylheti Litter Frog)।

জাতীয় বাজেট ২০২১-২২

প্রশ্ন : বাজেটে জিডিপির পরিমাণ কত?
উত্তর : ৩৪,৫৬,০৪০ কোটি টাকা।

প্রশ্ন : মাথাপিছু আয় (প্রক্ষেপণ) কত?
উত্তর : ২,৪৬২ মার্কিন ডলার (২০২০-২১ অর্জিত হয়েছে ২,২২৭ মার্কিন ডলার)।

প্রশ্ন : সর্বমোট রাজস্ব প্রাপ্তির পরিমাণ কত?
উত্তর : ৩,৮৯,০০০ (অনুদান ব্যতীত)।

সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর ২০২১ আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন
উত্তর : ১০ জুন ২০২১।

প্রশ্ন : ৩ জুন ২০২১ বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ভোটাধিকার হারায় কতটি দেশ?
উত্তর : ৪টি (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কমেরেসি, সাও তােমে এবং সোমালিয়া)

প্রশ্ন : ২ জুন ২০২১ শুক্র গ্রহে অভিযান পরিচালনার ঘোষণা দেয় কোন দেশ?
উত্তর : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

প্রশ্ন : ১৭ জুন ২০২১ মহাকাশে স্টেশন নির্মাণে নভোচারী পাঠায় কোন দেশ?
উত্তর : চীন।

প্রশ্ন : ফ্রান্সের লুভর জাদুঘরের প্রথম নারী প্রধানের নাম কী?
উত্তর : লরেন্স দে কার্স।

প্রশ্ন : উপমহাদেশের প্রখ্যাত দৌড়বিদ মিলখা সিং মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ১৮ জুন ২০২১।

প্রশ্ন : ইসরায়েলের নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : আইজাক হারজগ।

প্রশ্ন : সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোথায়?
উত্তর : বতসোয়ানায় (১০৯৮ ক্যারেটের হীরা)।

প্রশ্ন : ইরান পূর্ব ঘোষণা ছাড়াই বুশেহরে অবস্থিত পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা করে কবে?
উত্তর : ১৯ জুন ২০২১।

প্রশ্ন : ২০২১ সালের আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী?
উত্তর : প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার।

প্রশ্ন : এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে?
উত্তর : ঝাং হং (চীন)।

পুরস্কার-সম্মাননা

প্রশ্ন : শিল্পকলা পদক-২০১৯ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ছায়ানট (২০২০ সালের জন্য, দিনাজপুর নাট্য সমিতি)।

প্রশ্ন : জাতিসংঘ কতজন বাংলাদেশি শান্তিরক্ষীকে দ্যাগ হ্যামারশােল্ড পদক প্রদান করে?
উত্তর : ৮ জন (মোট ৪৪টি দেশের ১২৯ জন)।

প্রশ্ন : জনসেবা ক্যাটাগরিতে ‘পুলিঞ্জার পুরস্কার-২০২১’ লাভ করে।
উত্তর : নিউইয়র্ক টাইমস পত্রিকা।

প্রশ্ন : ইউরোপীয় অঞ্চলের সম্মানজনক ‘গোল্ডম্যান পরিবেশ পুরস্কার জেতেন কে?
উত্তর : মাইদা বিলাল (বসনিয়া)।

রিপোর্ট-জরিপ

প্রশ্ন : EIU’র বসবাসের অযােগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম?
উত্তর : ৪র্থ (উপরের দিক থেকে ১৩৭তম)।

প্রশ্ন : IEP’র বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৯১তম (স্কোর ২.০৬৮)।

প্রশ্ন : IEP’র বৈশ্বিক শান্তি সূচকে এশিয়ার শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সিঙ্গাপুর (বিশ্বে ১১তম, স্কোর ১.৩৪)।

খেলাধুলা

প্রশ্ন : ICC প্লেয়ার অব দ্য মান্থ ‘মে’ নির্বাচিত হয়েছে কে?
উত্তর : মুশফিকুর রহিম (বাংলাদেশ) এবং ক্যাথরিন ব্রিজ (স্কটল্যান্ড)।

প্রশ্ন : ২০২১ সালে রোলা গারোয় ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর : পুরুষ এককে নোভাক জোকোভিচ এবং নারী এককে বারবোরা ক্রেইচিকোভার।

প্রশ্ন : টেস্টে ৪৬তম হ্যাটট্রিক করে কোন খেলোয়াড়?
উত্তর : কেশভ মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button