• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • বাংলাদেশের অর্থনীতি
বাংলাদেশের অর্থনীতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের অর্থনীতি

দারিদ্র্যের দুষ্টচক্র কীভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে?

'দারিদ্র্যের দুষ্টচক্র' ধারণার মূল প্রবক্তা হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ, অধ্যাপক রাগনার নার্কস। তার মতে, দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কতকগুলো শক্তির একত্রিভবন যারা একে অপরের সাথে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। আর দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার মূল কারণ হচ্ছে 'দারিদ্র্যের দুষ্টচক্র'। যেমন- দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। এরা কাজ পায় না বা করতে পারে না। ফলে তাদের আয় কম হয়। কম আয়ের কারণে তারা সঞ্চয় করতে পারে না বা কম সঞ্চয় করে। বস্তুত এ দারিদ্রই হলো দেশের অনুন্নতির মূল কারণ। এভাবে স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগ, স্বল্প মূলধন চক্রাকারে আবর্তিত হয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই মানবসম্পদ উন্নয়ন পরিস্থিতির উন্নয়নের জন্য প্রয়োজন জনসাধারণকে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও কারিগরি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ