- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশে ইসলাম
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বাংলাদেশে ইসলাম
সামাজিক ও নৈতিক অবস্থা
ষষ্ঠ শতক হতে বাংলায় বর্ণাশ্রমভিত্তিক সমাজব্যবস্থা পুরোদমে প্রতিষ্ঠিত হয়ে যায়। এ সমাজ ব্যবস্থায় ব্রাহ্মনরা সমাজের শীর্ষে স্থান লাভ করে। ধর্মীয় কার্যাদি যেমন পূজানুষ্ঠান, ব্রতানুশীলন যাগ-যজ্ঞের পৌনঃপুনিক আচরণাদি প্রভৃতি ব্রাহ্মনদের দ্বারাই সম্পন্ন হতো। অপরদিকে নিম্নশ্রেণিতে চলত নিদারুন অভাব, দারিদ্র, ক্ষুধা, পীড়ন, শোষন যন্ত্রনা ও মৃত্যু। বাংলায় বিভিন্ন বর্ণবিন্যস্ত হিন্দু সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবার পর ও ক্ষত্রীয়, বৈশ্য ও শুদ্র ইত্যাদি বর্ণের সামাজিক প্রতিষ্ঠা বর্ণগতভাবে কিছুই ছিলনা। সকলেই শুদ্রের পর্যায়ে গন্য হতো।
তদানীন্তন বাংলায় সামাজিক ক্ষেত্রে ব্রাহ্মণের প্রতিষ্ঠা ও প্রতিপত্তি সামাজিক কদাচারের জন্যও অনেকাংশে দায়ী। যেমন-বিবাহ ব্যাপারে নিম্নবর্ণের লোক কোন ব্রাহ্মণকন্যাকে বিবাহ করতে পারত না। কিন্তু ব্রাহ্মণ নিম্নবর্ণের যেকোনো রমনীকে বিবাহ করতে পারতেন। তবে এ স্ত্রীর মর্যাদা কখনই ব্রাহ্মণ'র সমান বলে গণ্য হতনা।
এভাবে বাংলার সমাজ দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দেহগত বিলাস অন্যদিকে সাহিত্য-কাব্য-কবিতার মধ্যেও যৌন কাম-বাসনার মদিরতা বাংলার সমাজকে অন্তঃসার শূন্য করে দিয়েছিল।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
