• হোম
  • একাডেমি
  • মাদরাসা
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশে ইসলাম
বাংলাদেশে ইসলাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশে ইসলাম

বাংলায় ইসলাম প্রচারে রাজশক্তির ভূমিকা

ত্রয়োদশ শতকের শুরু থেকে বাংলায় মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। পরবর্তী দুশো থেকে আড়াইশো বছরের মধ্যে সমগ্র বাংলা মুসলিম শাসকদের অধীনে চলে আসে। এ সময় মুসলিম বিজেতা ও শাসকগণ বিভিন্ন যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকলেও ইসলাম প্রচারে তাদের ভূমিকা কম ছিল না। ইসলাম প্রচারকদের অভাবিতপূর্ব সাফল্যই বখতিয়ার খলজি কে বঙ্গ বিজয়ে উদ্বুদ্ধ করে। তিনি বাংলার মুসলমানদের ধর্মীয় প্রেরণার উৎস ছিলেন। রাজ্যের বিভিন্ন এলাকায় তিনি বহু মসজিদ ও মাদ্রাসা নির্মান করেন। তুঘরিল খান বাংলার সবচেয়ে জনপ্রিয় শাসকের মর্যাদা লাভ করেছিলেন। বাংলায় ইসলাম প্রচারের জন্য এক সময় তিনি আলেম ও দরবেশগণকে ৫ মণ স্বর্ণ দান করেছিলেন। তাছাড়া তৎকালীন বাংলার শামসুদ্দিন ফিরোজ শাহ, ফখরুদ্দীন মুবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সেকান্দার শাহ, গিয়াসুদ্দীন আযম শাহ প্রমুখ শাসকগনের সাথে ইসলাম প্রচারক আলেম ও দরবেশগণের সু-সম্পর্ক ছিল। যা ইসলাম প্রচারে সহায়ক হয়েছিল।

সম্পর্কিত প্রশ্ন সমূহ