• হোম
  • একাডেমি
  • মাদরাসা
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশে ইসলাম
বাংলাদেশে ইসলাম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশে ইসলাম

বাংলায় ইসলাম প্রচারের তৃতীয় পর্যায়

পঞ্চদশ শতক হতে মুসলিম রাজশক্তি বাংলায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে এ সময়ের ইসলাম প্রচারকদের পথ ছিল তুলনামূলকভাবে সুগম। তৃতীয় পর্যায়ে ইসলাম প্রচারকদের অন্যতম ছিলেন শাহ নূর কুতুবুল আলম (রা.)। তিনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দীন আযম শাহের সহপাঠী ও বন্ধু ছিলেন। তাঁর কাছে ধর্মীয় শিক্ষা লাভের জন্য বাংলায় ও ভারতের বিভিন্ন স্থান থেকে ইসলামী জ্ঞান পিপাসু সমবেত হন। যশোরে ও খুলনা অঞ্চলে ইসলাম প্রচার, ইসলামের ভাবধারার প্রচলন ও ইসলামি সমাজ বিধি প্রবর্তনে হযরত খান জাহান আলীর নাম সর্বাগ্রে স্মরণযোগ্য।

তিনি নিজে ইসলাম প্রচার করার সাথে সাথে তাঁর শিষ্য-শাগরিদগণকেও বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন। তাঁর সংগঠন ক্ষমতা, জনসেবা ও অকৃত্রিম চরিত্র মাধুর্যে মুগ্ধ-বিমোহিত হয়ে এতদঞ্চলের অমুসলিম সম্প্রদায়গুলো দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। তাছাড়া সুন্দরবন অঞ্চলে হযরত খালাস খান (রা.), উত্তর বঙ্গে হযরত শাহ শরীফ জিন্দানী (রা), বগুড়ায় বাবা আদম (রা), ঢাকার সোনারগাঁওয়ে শাহ মাল্লাহ (রা), ঢাকা অঞ্চলে শাহ জালাল (রা) ও শাহ আলী (রা), পাবনা অঞ্চলে শাহ আফজাল মাহমুদ (রা) ও গাজী শায়খ মুহম্মদ বাহাদুর (রা), রাজশাহী অঞ্চলে শাহ মুয়াজ্জাম দানীশ (রা), টাঙ্গাইল অঞ্চলে শাহ আদম কাশ্মিরী (রা.) ও শাহ জামাল (রা), চট্টগ্রাম অঞ্চলে শাহপীর (রা) ও কাজী মুওয়ারাজিল (রা) সহ অন্যান্য আরও বহু সুফি সাধক বাংলায় ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রেখে গেছেন।

পরবর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ

বাংলায় ইসলাম প্রচারের তৃতীয় পর্যায় | ইসলামের ইতিহাস - Preparation BD | Preparation