- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ফুলের বিবাহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ফুলের বিবাহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ফুলের বিবাহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘ফর্দ দিবেন, কড়ায় গন্ডায় বুঝাইয়া দিবে’—ব্যাখ্যা করো।
প্রশ্নোক্ত উক্তিটি কন্যার পিতার বরপক্ষের চাহিদা পূরণের সক্ষমতা বোঝাতে করা হয়েছে। কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ফুলের বিবাহ’ গল্পে ফুলের বিবাহের রূপকে বাঙালি সমাজের বিয়ের রীতিনীতি প্রথা তুলে ধরা হয়েছে। মল্লিকা ফুলের জন্য যখন পাত্র পাওয়া যাচ্ছিল না, তখন ভ্রমর ঘটক হয়ে হাজির হয়। মল্লিকাকে দেখে ভ্রমরের পছন্দ হয়। এক পর্যায়ে ভ্রমর ঘটক জানতে চায় ঘরে মধু কত? কন্যার পিতা ক্ষুদ্র বৃক্ষ জানায়— ফর্দ দিলেই কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। যেহেতু ফুলের বিয়ের রূপকে বাঙালি সমাজের বিবাহপ্রথা তুলে ধরা হয়েছে। আমাদের বুঝতে বাকি থাকে না এখানে বিয়ের পণ নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ পাত্রপক্ষের চাহিদামতো সব দিতে কন্যার পিতা প্রস্তুত।
সম্পর্কিত প্রশ্ন সমূহ