• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ফুলের বিবাহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ফুলের বিবাহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফুলের বিবাহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

‘বর অতি সুপাত্র।’- বরকে অতি সুপাত্র বলার কারণ ব্যাখ্যা করো।

প্রশ্নোক্ত উক্তিটি বর গ্রহণযোগ্য বা উপযুক্ত বোঝাতে করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ফুলের বিবাহ’ গল্পে মল্লিকা ফুলের বিবাহ। তার জন্য ভ্রমররাজ পাত্র খুঁজে বের করেছে। ঘটক ভ্রমররাজের মতে বর অতি সুপাত্র। তার অনেক গুণ। বর হচ্ছে গোলাপ। গোলাপ বংশ বড়ো কুলীন। গোলাপের গৌরব অধিক। কারণ তারা বাঞ্ছামালির সন্তান, তার স্বহস্তরোপিত। এসব গুণের কারণে গোলাপকে অতি সুপাত্র বলা হয়েছে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ