- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- আত্মচরিত [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আত্মচরিত [গদ্য]
আত্মচরিত (বহুনির্বাচনি প্রশ্ন)
১. "আত্মচরিত” রচনাটিতে কে স্পষ্টবাদী?
ক. কালীকান্ত চট্টোপাধ্যায়
খ. রাধামোহন বিদ্যাভূষণ
গ. রামজয় তর্কভূষণ
ঘ. ভাগবতচরণ সিংহ
২. কোন গুণের কারণে কালীকান্ত চট্টোপাধ্যায়কে উপযুক্ত শিক্ষক বলা যায়?
ক. আগ্রহের জন্য
খ. সদিচ্ছার জন্য
গ. যত্নশীলতার জন্য
ঘ. প্রশিক্ষণের জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
মেঘনা গ্রামের অপু কাজের সন্ধানে ঢাকায় এসে বংশালের সাইকেল ব্যবসায়ী কাদের সাহেবের কাছে আশ্রয় নিলেন। গ্রামের স্কুলটি তেমন ভালো নয় বলে তিনি পুত্র উপলকে মালিকের বাসায় এনে রাখেন। মালিকের বোন রুমা অপত্য স্নেহ দিয়ে উপলকে দেখাশুনা করতে লাগলেন। উপল একাকিত্ব ও গ্রামের স্মৃতি ভুলে সেখানে দিনাতিপাত করতে লাগল। এই সান্নিধ্যের কারণে উপল নারীর প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে ওঠে।
৩. উদ্দীপকের রুমা "আত্মচরিত” রচনার কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?
ক. গৃহিণীর
খ. জ্যেষ্ঠ ভগিনীর
গ. কনিষ্ঠা ভগিনীর
ঘ. পিতামহীদেবীর
৪. উক্ত চরিত্রটির মধ্যে প্রকাশিত হয়েছে-
i. জননীর স্নেহ
ii. দায়িত্ব বোধ
iii. মমত্ব
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
গ. i ও iii
খ. i ও
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

