- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- শিক্ষাচিন্তা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শিক্ষাচিন্তা [গদ্য]
শিক্ষাচিন্তা (বহুনির্বাচনি প্রশ্ন)
১। 'শিক্ষা-সমস্যা' আমাদের দেশের লোকের চোখে' নগণ্য হবার কারণ কী?
ক. অনিবার্য রাজনৈতিক কারণ
খ. আদর্শ নিষ্ঠার অভাব
গ. নিঃসীম ক্ষুধা-দারিদ্র্য
ঘ. মানসিক বিশৃঙ্খলা
২। 'সুব্যবস্থিত মনের অভাব' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক. মাতৃভাষার মাধ্যেমে শিক্ষা দান
খ. জাতীয় জীবনে পাশ্চাত্য প্রভাব
গ. শিক্ষক-শিক্ষার্থীর অবস্থার অস্বাভাবিকত্ব
ঘ. আমাদের জীবনে চিন্তাশীলদের প্রভাব
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৮৮৩ সালে মাত্র বাইশ বছর বয়সে, শিক্ষায় ইংরেজি ও বাংলায় আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "ইংরাজিতে যাহা শিখিয়াছ, তাহা বাংলায় প্রকাশ কর, বাংলা সাহিত্য উন্নতি লাভ করুক ও অবশেষে বঙ্গ বিদ্যালয়ে দেশ ছাইয়া সেই সমুদয় শিক্ষা বাংলায় ব্যাপ্ত হইয়া পড়ুক। ইংরাজিতে শিক্ষা কখনই দেশের সর্বত্র ছড়াইতে পারিবে না।"
৩। উদ্দীপকে রবীন্দ্রনাথের বক্তব্যে 'শিক্ষাচিন্তা' প্রবন্ধের যে প্রসঙ্গটি পরিস্ফুট হয়েছে তা হলো-
i. শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব
ii. বিদেশি ভাষার অপ্রয়োজনীয়তা
iii. শিক্ষাগুরুর ভূমিকা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii
৪। উক্ত প্রসঙ্গটি যথাযথ অনুসৃত না হওয়ার পরিণতি সম্পর্কে কাজী আবদুল ওদুদের বক্তব্য কী?
ক. পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশ ঘটে
গ. চিন্তাশীল মনে বিশৃঙ্খলা দেখা দেয়
খ. রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়
ঘ. শিক্ষার্থীদের শিক্ষালাভ ত্রুটিপূর্ণ হয়
সম্পর্কিত প্রশ্ন সমূহ

