- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- আহবান [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আহবান [গদ্য]
আহবান (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'আহবান' গল্পে কথকের সহপাঠী কে ছিলেন?
ক. আবদুল
খ. আবেদালি
গ. শুকুর মিয়া
ঘ. নসর
২. বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন?
ক. পয়সা পাওয়ার লোভে
খ. স্নেহ ভালোবাসার টানে
গ. নিঃসঙ্গতা দূর করতে
ঘ. অতিথিপরায়ণ বলে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
অকালে বিধবা হয়ে প্রতিমা আজ থেকে ৩০ বছর আগে এসেছিলেন সুদীপ্তদের বাড়িতে, সুদীপ্তর বয়স তখন তিন মাস। ব্যস্ত চিকিৎসক বাবা-মার অনুপস্থিতিতে প্রতিমার কাছেই সুদীপ্ত বেড়ে উঠে। আজ সুদীপ্তও একজন চিকিৎসক। উচ্চশিক্ষার জন্য সে আমেরিকা চলে যাবে শুনে প্রতিমা তাকে বলেন- বাবা, যেখানে থাকিস আমার মৃত্যুর পর তুই মুখাগ্নি করতে আসিস।
৩. সুদীপ্ত "আহ্বান" গল্পের কোন চরিত্রটির প্রতিনিধিত্ব করে?
ক. আব্দুলের
খ. জমির করাতির
গ. আবেদালির
ঘ. কথকের
৪. প্রতিমা ও গল্পের বুড়ি চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. স্নেহ
ii. নির্ভরতা
iii. দায়িত্ববোধ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

