• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভুলের মূল্য [গদ্য]
ভুলের মূল্য [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভুলের মূল্য [গদ্য]

ভুলের মূল্য (বহুনির্বাচনি প্রশ্ন)

১. মানুষের প্রকৃত জ্ঞান আসে কিসের মাধ্যমে?
ক. পড়াশোনার
খ. শিক্ষাগুরুর
গ. অভিজ্ঞতার
ঘ. ভ্রমণের

২. ভুল না করলে যেন সত্যের প্রকৃত রূপটি ধরা পড়ে না। কারণ-
ক. মানুষের স্বভাব ভুল করা
খ. সত্যের পূর্বশর্ত হলো ভুল করা
গ. ভুল মানুষকে পরিশুদ্ধি দান করে
ঘ. ভুলের মাধ্যমে মানুষ সত্যের সন্ধান পায়

নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

পাপে পুণ্যে সুখে দুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে।

৩. পঙ্ক্তিদ্বয়ের বক্তব্য 'ভুলের মূল্য' প্রবন্ধের যে যে বাক্যকে সমর্থন করে তা হলো-
i. ভুল না করলে সত্যের প্রকৃত রূপটি ধরা পড়ে না
ii. অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রকৃত জ্ঞান আসে
iii. ভুল আছে বলে পৃথিবীটা এত সুন্দর

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪. উক্ত বিবরণের প্রেক্ষিতে শিক্ষণীয় বিষয় কোনটি?
ক. জীবনে পদে পদে ভুল করা
খ. ভুল থেকে সংশোধিত হওয়া
গ. মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া
ঘ. ঠেকে না শিখে দেখে শেখা

সম্পর্কিত প্রশ্ন সমূহ