- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- গন্তব্য কাবুল [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
গন্তব্য কাবুল [গদ্য]
গন্তব্য কাবুল (বহুনির্বাচনি প্রশ্ন)
১. লাভিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?
ক. নয়
গ. এগারো
খ. দশ
ঘ. বারো
২. "এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।"- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. গান ও সৌরভ ভিন্নতাসূচক
খ. সুর ও সুগন্ধ একাকার
গ. গান সুগন্ধের সৃষ্টি করে
ঘ. সুর সৌরভের পরিপূরক
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
মিথুনের পাহাড় দেখার শখ অনেক দিন থেকেই। তাই এবার গ্রীষ্মের ছুটিতে তিনি গিয়েছিলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি। সেখানে আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তা আর দুইধারে ঘন বন-জঙ্গল দেখে তিনি অভিভূত হন। পাহাড়ের গা বেয়ে নেমে আসা রিসাং ঝরনার সুশীতল জল আর আলুটিলার গুহায় রোমাঞ্চকর অভিযাত্রা তাকে ভীষণভাবে নাড়া দেয়। তাছাড়া বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের পাহাড়ি অধিবাসীদের সাথে মিশে তার বিচিত্র অভিজ্ঞতা হয়।
৩. 'গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?
ক. আন্তরিকতা
খ. দেশপ্রেম
গ. সৌন্দর্যপ্রিয়তা
ঘ. উচ্চাভিলাষ
৪. প্রকাশিত বৈশিষ্ট্যটি নিচের কোন বাক্যে বিদ্যমান?
i. দুইদিকে হাজার ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়।
ii. কত দেশের কত রকমের লোক পণ্য বাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে।
iii. এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

