• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মাসি-পিসি [গদ্য]
মাসি-পিসি [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মাসি-পিসি [গদ্য]

মাসি-পিসি (বহুনির্বাচনি প্রশ্ন)

১. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায়নি কেন?
ক. নির্যাতনের ভয়ে
খ. স্নেহের আতিশয্যে
গ. দারিদ্র্যের কারণে
ঘ. আহ্লাদি যেতে চায়নি বলে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

দেখি নাই যারে, চিনি নাই যারে
শুনি নাই নাম কভু
তিনিই আজিকে দেবতা আমার
তিনিই আমার প্রভু।

৩. উদ্দীপকের প্রভু 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. লেখকের
খ. জগুর
গ. কৈলাশের
ঘ. গোকুলের

৪. উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো-
ক. আধিপত্য
খ. পাণ্ডিত্য
গ. স্বেচ্ছাচারিতা
ঘ. অহংবোধ

সম্পর্কিত প্রশ্ন সমূহ