- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- চেতনার অ্যালবাম [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
চেতনার অ্যালবাম [গদ্য]
চেতনার অ্যালবাম (বহুনির্বাচনি প্রশ্ন)
১. কোন চেতনা দীর্ঘকালীন ব্যাপার?
ক. ব্যক্তিক
গ. জাতীয়
খ. মানবীয়
ঘ. মহাজাগতিক
২. 'প্রবীণতার পথে নবপ্রজাতির একদিন বিলোপ ঘটতে পারে'-লেখকের এরূপ আশঙ্কার কারণ কী?
ক. মানবসৃষ্ট দুর্যোগ
খ. প্রাকৃতিক দুর্যোগ
গ. সভ্যতার বিবর্তন
ঘ. স্বাভাবিক নিয়ম
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
রোগ-ব্যাধি নির্ণয়, নিরাময়, বিনোদন, যোগাযোগ সকল ক্ষেত্রেই প্রযুক্তি আজ বিপ্লব এনে দিয়েছে। প্রযুক্তির সাহায্যে মুহূর্তেই সব সমস্যার সমাধান মেলে। আবার দুষ্টুলোকের হাতে পড়লে প্রযুক্তি হয়ে উঠতে পারে মানববিধ্বংসী।
৩. উদ্দীপকটি 'চেতনার অ্যালবাম' প্রবন্ধের যে দিকগুলোকে ইঙ্গিত করে তা হলো-
i. জ্ঞান-বিজ্ঞানের বিকাশ
ii. মানবসৃষ্ট দুর্যোগ
iii. চেতনার নেতিবাচক দিক
কোনটি ঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
৪. ইঙ্গিতপূর্ণ দিকটি থেকে মুক্তির উপায় হিসেবে আলোচ্য প্রবন্ধে কোনটিকে নির্দেশ করা হয়েছে?
ক. শুভবুদ্ধির প্রসার
খ. দেশপ্রেম
গ. গণজাগরণ
ঘ. প্রকৃত জ্ঞানচর্চা
সম্পর্কিত প্রশ্ন সমূহ

