• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • একটি তুলসী গাছের কাহিনি [গদ্য]
একটি তুলসী গাছের কাহিনি [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

একটি তুলসী গাছের কাহিনি [গদ্য]

একটি তুলসী গাছের কাহিনি (বহুনির্বাচনি প্রশ্ন)

১. 'একটি তুলসী গাছের কাহিনি' গল্পে গল্পপ্রেমিক কে?
ক. মকসুদ
গ. ইউনুস
খ. কাদের
ঘ. মোদাব্বের

২. 'অন্যের অপমান দেখার নেশা বড় নেশা' বলতে গল্পকার যা বোঝাতে চেয়েছেন তা হলো-
i. পরশ্রীকাতরতা
ii. হুজুগে মেতে ওঠা
iii. হিংসাপরায়ণতা

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

শরৎচন্দ্রের 'মহেশ' গল্পে দেখা যায়- গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে চারদিক ফেটে চৌচির হয়ে গেলে মানুষের পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। তখন গ্রামবাসীর একমাত্র অবলম্বন হয় জমিদার শিবচরণের পুকুর। কিন্তু দরিদ্র কৃষক গফুরের মেয়ে আমিনা মুসলমানের মেয়ে বলে সে পুকুরঘাটে নামতে পারে না। এছাড়া গফুরের পুত্রতুল্য ষাঁড় মহেশ ঘাস খায় বলে শশ্মাশানের ধারের গোচারণ ভূমিটুকুও জমিদার বিক্রি করে দেন।

৩. উদ্দীপকের শিবচরণ 'একটি তুলসী গাছের কাহিনি' গল্পে কার প্রতিনিধিত্ব করে?
ক. মোদাব্বেরের
খ. ইউনুসের
গ. মকসুদের
ঘ. মতিনের

৪. উদ্দীপকে "একটি তুলসী গাছের কাহিনি" গল্পের যে দিকগুলো প্রতিফলিত হয়েছে তা হলো-
i. অসহায়ত্ব
ii. ধর্মনিরপেক্ষতা
iii. জাতিভেদ

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও ii

সম্পর্কিত প্রশ্ন সমূহ