- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মানুষ [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মানুষ [গদ্য]
মানুষ (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'আপনি অত উত্তেজিত হবেন না'-উক্তিটি কার?
ক. আব্বার
খ. আম্মার
গ. ফরিদের
ঘ. জুলেখার
২. 'তোরা মরে গেছিস, তোরা চুপ করে থাক। তোরা ওর ভাই নয়, বোন নয়'-আব্বার এই বিলাপে প্রকাশ পেয়েছে-
i. অসাম্প্রদায়িকতা
ii. পুত্রস্নেহের উন্মত্ততা
iii. সন্তান বাৎসল্য
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i. ii ও iii
কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল
তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল।
৩. কবিতাংশে 'মানুষ' একাঙ্কিকার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো-
i. অসাম্প্রদায়িক্তা
ii. ধর্মের উদারতা
iii. উদার মানবিকতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
৪. উক্ত ভাবের মধ্য দিয়ে কোন শিক্ষা গ্রহণ করা যায়?
ক. বর্ণবৈষম্য না করা
খ. মনুষ্যত্বের মূল্যায়ন করা
গ. আর্তের সেবা করা
ঘ. অসহায়কে সাহায্য করা
সম্পর্কিত প্রশ্ন সমূহ

