- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মৌসুম [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মৌসুম [গদ্য]
মৌসুম (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'স্বদেশিওয়ালাদের কথা যেন কী বলছিলেন কাকাবাবু?'- উক্তিটি কার?
ক. অনসূয়ার
গ. দ্বারিকানাথের
খ. নায়েবের
ঘ. সখানাথের
২. 'মাথায় মৌসুমের চিন্তা' বলতে বোঝানো হয়েছে-
i. চাষিদের নতুন স্বপ্ন ও সম্ভাবনা
ii. অভাবের তাড়নায় বিষণ্ণ বিলাপ
iii. বর্ষায় নতুন ফসল বোনার বাসনা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i. ii ও ii
কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
হঠাৎ নিরীহ মাটিতে কখন
জন্ম নিয়েছে সচেতনতার ধান,
গত আকালের মৃত্যুকে মুছে
আবার এসেছে বাংলাদেশের প্রাণ।
৩. কবিতাংশের 'সচেতনতার ধান' কথাটি "মৌসুম” গল্পের সাথে যেসব দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তা হলো-
i. অধিকার আদায়ে সোচ্চার
ii. প্রাকৃতিক বৈরিতায় কৃষকের বিপর্যয়
iii. শোষকের বিরুদ্ধে সোচ্চার
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করেছিল নিচের কোনটি?
ক. সমাজ পরিবর্তনকারী মানুষের প্রচেষ্টা
খ. গ্রীষ্ম প্রকৃতির প্রচণ্ড দাবদাহ
গ. জমিদারের নির্মম শোষণ-বঞ্চনা
ঘ. কৃষক শ্রেণির ঐক্য
সম্পর্কিত প্রশ্ন সমূহ

