• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জাদুঘরে কেন যাব [গদ্য]
জাদুঘরে কেন যাব [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাদুঘরে কেন যাব [গদ্য]

জাদুঘরে কেন যাব (বহুনির্বাচনি প্রশ্ন)

১. ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত?
ক. কলকাতায়
খ. লন্ডনে
গ. প্যারিসে
ঘ. ঢাকায়

২. ব্রিটিশ মিউজিয়ম, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালা এবং গ্রন্থাগারের জন্য প্রাসাদোপম অট্টালিকার প্রয়োজন হয়েছিল-
i. বিচিত্র সংগ্রহের কারণে
ii. সংরক্ষণের সুবিধার্থে
iii. সংগ্রহের বিপুলতার কারণে
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

ফিলিপ শিক্ষা-সফরে বলধা গার্ডেনে গিয়ে নানা ধরনের উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়। অজানা অসংখ্য উদ্ভিদ এবং আহরিত নতুন জ্ঞান তাকে কৌতূহলী করে তোলে।

৩. ফিলিপের কৌতূহলী হওয়া এবং 'জাদুঘরে কেন যাব' রচনায় মানুষের আবেগাপ্লুত হওয়ার কারণ, জাদুঘর-
ক. আনন্দদায়ক ও বৈচিত্রপূর্ণ
খ. বৈচিত্রপূর্ণ ও ভীতিকর
গ. অভিনব ও রোমাঞ্চকর
ঘ. আনন্দদায়ক ও রহস্যপূর্ণ

৪. উক্ত দিক নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
ক. সদ্য স্বাধীন দেশগুলোও আত্মপরিচয়দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়
খ. গড়পড়তা মানুষ তা দেখতে যায়, দেখে আপ্লুত হয়
গ. জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়
ঘ. জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন

সম্পর্কিত প্রশ্ন সমূহ