- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- নেকলেস [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
নেকলেস [গদ্য]
নেকলেস (বহুনির্বাচনি প্রশ্ন)
১. এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মর্সিয়ে কী হাতে ঘরে ফিরলেন?
ক. সুন্দর গয়নার বাক্স
খ. একটি বড় খাম
গ. উজ্জ্বল রৌপ্য পাত্র
ঘ. কারুকার্যপূর্ণ পর্দা
২. মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-
ক. নেকলেস হারিয়ে ফেলেছে
খ. কাঙ্ক্ষিত জীবন পায়নি
গ. রান্নাঘরে কাজ করে
ঘ. দামি পোশাক পরতে পারে না
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
তন্বীর সাজগোজের শখ। কিন্তু প্রসাধনী ক্রয়ের সামর্থ্য তার বাবা-মায়ের নেই। ধনীর ছেলের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী প্রায়ই গরিবের মেয়ে বলে ধিক্কার দিয়ে তন্বীকে শারীরিক নির্যাতন করত। তন্বী এক পর্যায়ে বাবা-মায়ের কাছে ফিরে আসে। সে উপলব্ধি করে, বিত্ত-বৈভবই মানুষের প্রকৃত পরিচয় নয়।
৩. উদ্দীপকে 'নেকলেস' গল্পের যেসব ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো-
i. মানসিক দৃঢ়তা
ii. পরশ্রীকাতরতা
iii. আত্ম-সচেতনতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i. ii ও iii
৪. উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-
ক. যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
খ. মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
গ. মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
ঘ. সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

