- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ফুল্লরার বারোমাস্যা [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফুল্লরার বারোমাস্যা [কবিতা]
ফুল্লরার বারোমাস্যা (বহুনির্বাচনী প্রশ্ন)
১। কোন মাসে অম্বিকা পূজা হয়?
ক. জ্যৈষ্ঠ
গ. আশ্বিন
খ. কার্তিক
ঘ. শ্রাবণ
২। ফুল্লরা হরিণের ছড় পরে কেন?
ক. বৃষ্টির হাত থেকে রক্ষা পাবার জন্য
খ. শীত নিবারণের জন্য
গ. হরিণের ছড় অনেক আরামপ্রদ বলে
ঘ. রোদের হাত থেকে রক্ষা পাবার জন্য
৩। "অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা" এ চরণে প্রকাশ পেয়েছে-
i. হতাশা
ii. ক্ষোভ
iii. আক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাও।
সুলেখার স্বামী সামান্য কেরানি। অল্প আয়ে খুব কষ্টে সংসার চালায় সুলেখা। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দর্জির কাজ করে সে। তার জীবনের কোনো বিশেষ শখ কখনো পূর্ণতা পায় নি। কিন্তু এ নিয়ে স্বামীর প্রতি কোনো অভিযোগ নেই তার।
৪. উদ্দীপকের সুলেখা ও 'ফুল্লরার বারোমাস্যা' কবিতার ফুল্লরার মধ্যে কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক. মাতৃস্নেহ
খ. স্বামীর প্রতি অগাধ ভক্তি
গ. বাঙালির চিরন্তন রমণীমূর্তি
ঘ. সংসারের প্রতি মমত্ববোধ
সম্পর্কিত প্রশ্ন সমূহ

