• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ঋতু বর্ণন [কবিতা]
ঋতু বর্ণন [কবিতা]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ঋতু বর্ণন [কবিতা]

ঋতু বর্ণন (বহুনির্বাচনি প্রশ্ন)

১. 'ঋতু বর্ণন' কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. বসন্ত

২. 'নিদাঘ সমএ' বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রচণ্ড গরমকাল
খ. আবহাওয়া ঠাণ্ডা
গ. পীড়নের সময়
ঘ. বর্ষার আগমন

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

আসে বসন্ত ফুলবনে
জাগে বনভূমি সুন্দরী।

৩. কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
ক. সুন্দর শোভা
খ. পুষ্পমাল্য
গ. মল্লার রাগ
ঘ. মলয় সমীর

৪. উক্ত দিকটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে-
ক. চন্দন চম্পক মাল্য মলয়া পবন
খ. কুসুমিত কিংসুক সঘন বন লাল
গ. পাবন সময় ঘন ঘন গরজিত
ঘ. নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক

সম্পর্কিত প্রশ্ন সমূহ