• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ঋতু বর্ণন [কবিতা]
ঋতু বর্ণন [কবিতা]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ঋতু বর্ণন [কবিতা]

'মলয়া সমীর হৈলা কামের পদাতি।'- ব্যাখ্যা করো।

'মলয়া সমীর হৈলা কামের পদাতি।'- চরণটির মাধ্যমে কবি দখিনা স্নিগ্ধ বাতাসকে প্রেমের দেবতার সংবাদ বাহক হিসেবে উপস্থাপন করেছেন। 'ঋতু বর্ণন' কবিতায় মূলত প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরা হয়েছে। আলোচ্য চরণটিতে বসন্তকানে মানুষের মনে প্রেমের আগমন ঘটার বিষয়টিকে কবি শৈল্পিকভাবে বর্ণনা করেছেন। তাঁর দৃষ্টিতে বসন্তের দখিনা হাওয়া যেন মানুষের কাছে প্রেমের বার্তা বহন করে নিয়ে আসে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ