• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার
অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার

শক্তিশালী ও দুর্বল এসিড

অষ্টম শ্রেণিতে তোমরা বেশ কিছু জৈব এসিডের নাম জেনেছ। তোমরা এটাও জেনেছ যে এসিডগুলো পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H') বিমুক্ত করে। তবে মজার ব্যাপার হলো, কিছু কিছু এসিড, বিশেষ করে জৈব এসিডগুলো পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়।

অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে তার সবগুলো থেকে হাইড্রোজেন আয়ন (H+) বিমুক্ত হয় না। সেজন্য এই এসিডগুলোকে দুর্বল এসিড বলে (চিত্র ৭.০১)। পক্ষান্তরে, খনিজ এসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) বিমুক্ত করে। অর্থাৎ যতগুলো এসিডের অণু থাকে, তার সবগুলোই বিয়োজিত হয়। তবে কিছু এসিড আছে, যেমন- কার্বোনিক এসিড (H₂CO₃), যেটি জৈব এসিড না হলেও দুর্বল এসিড।

অর্থাৎ খনিজ এসিড হলেই যে শক্তিশালী এসিড হবে, তা নয়। 

দুর্বল এসিড
শক্তিশালী এসিড
এসিটিক এসিড (CH3COOH)
সালফিউরিক এসিড (H2SO4)
সাইট্রিক এসিড (C6H807)
নাইট্রিক এসিড (HNO3)
অক্সালিক এসিড (HOOC-COOH)
হাইড্রোক্লোরিক এসিড (HCl)
পূর্ববর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ