• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • মংডুর পথে (গদ্য)
মংডুর পথে (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মংডুর পথে (গদ্য)

মংডুর পথে (বহুনির্বাচনি প্রশ্ন)

১. মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কী বলা হয়?
ক. পুরোহিত
খ. ফুঙ্গি
গ. ব্রাহ্মণ
ঘ. মহাথেরো

২. ভিক্ষুদের পরিধেয় চীবর দেখতে কেমন?
ক. কাঁধ কাটা গেঞ্জির মতো
খ. সেলাইবিহীন লুঙ্গির মতো
গ. সেলাই করা লুঙ্গির মতো
ঘ. কোমরের বেল্টের মতো

৩. সবদেশের লোক বিদেশিদের চিনতে পারে-
i. পোশাক-পরিচ্ছদ দেখে
ii. চালচলন দেখে
iii. খাবার-দাবার দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

অন্নদাশঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা 'পারী' প্রবন্ধে বলেছেন-'পারীর যারা আসল অধিবাসী, খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে। জামা-কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের।

8. উদ্দীপকে 'মংডুর পথে' প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
i. ভোজন বিলাসিতা
ii. ভূষণ বিলাসিতা
iii. শ্রমনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ