- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলা ভাষার জন্মকথা (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বাংলা ভাষার জন্মকথা (গদ্য)
বাংলা ভাষার জন্মকথা (বহুনির্বাচনি প্রশ্ন)
১. অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত?
ক. হিন্দি
খ. গুজরাটি
গ. সংস্কৃত
ঘ. মারাঠি
২. কোনটি উঁচু শ্রেণির মানুষের লেখার ভাষা ছিল?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. প্রাকৃত
ঘ. মৈথিলি
৩. প্রাকৃত ভাষা বলতে বোঝায়-
ক. গণমানুষ সচরাচর যে ভাষায় কথা বলে
খ. শিক্ষিত জনগণ যে ভাষায় কথা বলে
গ. অঞ্চল বিশেষের মানুষ যে ভাষায় কথা বলে
ঘ. শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা যে ভাষায় কথা বলে
উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পৃথিবীতে ২৬টি ভাষাবংশ আছে। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশে আবার অনেকগুলো ভাষা রয়েছে। যার একটি ইন্দো-ইরানীয় ভাষা। এই ইন্দো-ইরানীয় শ্রেণির দুইটি প্রধান ভাগ ইরানীয় ও ভারতীয় আর্য। বাংলা ভারতীয় আর্য ভাষারই বংশধর।
৪.আর্য ভাষার বিবর্তনের দ্বিতীয় স্তরটির নাম কী?
ক. বৈদিক
খ. সংস্কৃত
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
৫. উল্লিখিত বিবর্তনের দ্বিতীয় স্তরটির সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা
ii. এই স্তরের বিবর্তিত রূপই হচ্ছে বাংলা ভাষা
iii. খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দ পর্যন্ত এ ভাষার কাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সম্পর্কিত প্রশ্ন সমূহ

