• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • মানবধর্ম (কবিতা)
মানবধর্ম (কবিতা)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মানবধর্ম (কবিতা)

মানবধর্ম (বহুনির্বাচনি প্রশ্ন)

১. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?
ক. সামাজিক
খ. ধর্মীয়
গ. মানবিক
ঘ. পেশাগত

২. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর-
i. জাতের বড়াই
ii. কূপের জল
iii. বংশ কৌলিনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩. লালন শাহ্ রচিত গানটি 'মানবধর্ম' শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পড়ক্কিতে
প্রকাশ পেয়েছে?
ক. এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো।
খ. শুন হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
গ. কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবার সমান রাঙা।
ঘ. পথশিশু, নরশিশু, দিদি মাঝে পড়ে
দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোবে।

৪. উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহ'র-
i. অধ্যাত্মভাব
ii. অসাম্প্রদায়িক চেতনা
iii. মানবতাবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সম্পর্কিত প্রশ্ন সমূহ